Motions

Round 3

  • জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক সংকট হলেও আলোচনার কেন্দ্রে প্রায়শই ব্যক্তিগত দায়িত্ব—যেমন পুনর্ব্যবহার (রিসাইকেল), কম প্লাস্টিক ব্যবহার বা ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট কমানো—কে গুরুত্ব দেওয়া হয়। গণমাধ্যম ও কর্পোরেট প্রচারণা এসব ব্যক্তিগত পদক্ষেপকে নৈতিকতার প্রতীক হিসেবে উপস্থাপন করে অথচ বৃহৎ শিল্প, জ্বালানি কোম্পানি ও নীতিনির্ধারকদের কাঠামোগত দায় তুলনামূলকভাবে উপেক্ষিত থাকে। এই সংসদ, জলবায়ু সংকটে ব্যক্তিগত উদ্যোগকে অতিমাত্রায় রোমান্টিকভাবে দেখানোয় অনুতপ্ত।।
  • Round 2

  • এই সংসদ মনে করে যে তৃতীয় বিশ্বের দেশগুলোর নবায়নযোগ্য শক্তির পাশাপাশি কার্বন নিঃসরণ দ্রুত কমাতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা উচিত।
  • Round 1

  • এই সংসদ, পরিবেশবান্ধব শিল্পকারখানা (গ্রীণ ইন্ড্রাস্ট্রি) নির্মাণকারীদের জন্য বিশেষ ভর্তুকি ও কর-ছাড় বাধ্যতামূলক করবে।